জনসংখ্যা আমাদের জন্য সমস্যা নয়, সম্পদ
…..উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। তিনি বলেন, জনসংখ্যা আমাদের জন্য সমস্যা নয়, সম্পদ। এই জনসংখ্যাকে সম্পদে উন্নীত করেছেন এবং উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে জনগণকে, জনসম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে সাহসি ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের অবস্থান কি ছিলো এবং কোথায় ছিলো? ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত আমাদের অবস্থান কোথায়? তা আপনারাই অনুধাবন করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা বীরদর্পে এগিয়ে যাচ্ছি। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন। সে স্বপ্ন বাস্তবায়নে সু-শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। সে লক্ষ্যে পরিকল্পনা কাজ করছে সরকার।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রদর্শনী উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।
এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলগীর হোসেন রনি, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী ও মানিক হোসেন প্রধানীয়া।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউএফপিএ মো. মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক মো. মহিউদ্দিন এবং গীতা পাঠ করেন সাবিত্রী রানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী ও খোরশেদ আলম বকাউল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষার্থী, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৪ জুলাই, ২০১৯।