
হাজীগঞ্জ পৌরসভা ব্যবসায়ীদের পাশে আছে এবং থাকবে
…… মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিসমিল্লাহ্ জুয়েলার্সের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। গত বৃহস্পতিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ জুয়েলার্সের উদ্বোধন করেন। এর আগে ব্যবসায়িক সাফল্য ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. রফিক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী এবং ক্রেতাদের একটি নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিতি এবং সুনাম অর্জন করেছে। এই পরিচিতি ও সুনাম একদিনে সৃষ্টি হয়নি। প্রশাসন, পৌরসভা, ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীর আন্তরিকতা এবং সবার সমন্বিত প্রচেষ্টায় আজকের অবস্থান। তাই বাজারের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। হাজীগঞ্জ পৌরসভা ব্যবসায়ীদের পাশে আছে এবং থাকবে।
বিসমিল্লাহ্ জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. জিল্লুর রহমানের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ও হাজীগঞ্জ থানা ট্রাফিকের সহকারী পরিদর্শক (টিএসআই) মো. নাহিয়ান।
এ সময় অতিথি হিসেবে হাজী জুয়েলার্সের স্বত্বাধিকারী হাফেজ মো. নুরুল ইসলাম, প্রভাতী নিউজ এজেন্সীর স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন শামিমসহ অতিথিবৃন্দ, ব্যবসায়ী, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০৬ অক্টোবর, ২০১৯।