হাজীগঞ্জে ভ্রাম্যমাণ দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
গত বছরের মতো এবারো হাজীগঞ্জে ভ্রাম্যমাণ অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। গত বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ ও রেল স্টেশন সংলগ্ন বসবাসকারী ভ্রাম্যমাণ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম দিপুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে ভ্রাম্যমাণ অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ও এলাকাবাসী।