হাজীগঞ্জে মা ও কিশোরীদের স্বাস্থ্য সচেতন উঠান বৈঠক

৬ মাসের মধ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম দেয়া হবে
………….ইউএনও বৈশাখী বড়ুয়া



মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গর্ভবতী মা ও কিশোরীদের সাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামি ছয় মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় সকল চিকিৎসা সরঞ্জাম দেয়া হবে। এছাড়া কিশোরীদের (ছাত্রী) জন্য উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে স্বাস্থ্যসম্মত ওয়াশব্লক নির্মাণ করা হবে। ইতোমধ্যে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশব্লক নির্মাণ কাজ প্রক্রিয়াধীন।
হাজীগঞ্জে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সহস্রাধিক মা ও কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত এক স্বাস্থ্য সচেতন বিষয়ক উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, গর্ভবর্তী মায়েদের গর্ভকালীন সেবা, প্রসব সেবা ও প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর মূল লক্ষ্যে গতকাল সোমবার উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বৈশাখী বড়ুয়া আরো বলেন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া সকল ছাত্রীদের স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হবে। ইতিমধ্যে কয়েকটি বিদ্যালয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ের ছাত্রীদের স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হবে। তিনি ছাত্রীদের প্রতিদিন অন্তত একটি করে ডিম ও শাক-সবজিসহ পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন।
তিনি মাদের উদ্দেশে বলেন, গর্ভকালীন সময়ে অন্তত চারবার চিকিৎসকের পরামর্শ নিন। সামাজিক কুসংস্কার এড়িয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বাড়ীতে অনিরাপদ প্রসব এবং অকারণে ও অপ্রয়োজনী সিজার পরিহার করে স্বাস্থ্য সচেতন হন। এতে করে আপনারা শারিরিক এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা পাবেন। এখন উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ ও নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। তাই আপনারা এখান থেকে গর্ভ ও প্রসবকালীণ এবং প্রসবোত্তর সেবা নিন, সুস্থ থাকুন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহিন উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে পরিদর্শক মো. আলী, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ও নাসিমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।