হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও উপজেলা পরিষদের বিশেষ সভা

ঠিকাদারদের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মেজর রফিক
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সাথে মতবিনিময় করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। বিকালে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে উপজেলা পরিষদের বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
উপজেলা হলরুমে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠিকাদারদের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বলেন, উপজেলা যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে, বেশিরভাগ কাজ নিয়েই আমার অসন্তোষ্টি রয়েছে। প্র্রতিদিনই কেউ না কেউ ফোন করে কাজের মান নিয়ে অভিযোগ করেন। আমি ঢাকায় থাকি, সবসময় আসতে পারি না। নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা এসব কাজের তদারকি করবেন।
তিনি বলেন, উন্নয়ন কাজ হচ্ছে, জনগণের টাকায়। আবার তাদের ভোটে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। সুতরাং তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য এবং জবাবদিহীতা রয়েছে। কাজের মান ভালো হতে হবে। নব-নির্বাচিতরা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন। আমি আশাকরি, আপনারা উন্নয়ন কাজে গতিশীলতা আনবেন। সেই সাথে জনগণের টাকায়, সরকার কি উন্নয়ন করছে, তা জনগণকে জানান দিতে হবে। এ বিষয়ে বিশেষ নজর রাখবেন।
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম নব-নির্বাচিতদের উদ্দেশে আরো বলেন, আল্লাহ এবং তার রাসূলকে (সা.) হাজির-নাজির রেখে সততার সাথে দায়িত্ব চালাবেন। জনগণের মনে কষ্ট দেবেন না। সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। কোথাও কোন কাজে আটকে গেলে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা নিবেন। আমি আপনাদের সাথে এবং পাশে আছি। কথা দিলাম আমৃত্যু থাকবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, সরকারি কর্মকর্তাদের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে আলহাজ সফিকুল ইসলাম মীর।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। বক্তব্য শেষে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে (১৫৭টি প্রাথমিক বিদ্যালয়) মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এর আগে এ দিন দুপুরে বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের এর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির আবাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, আলহাজ কবির হোসেন, মনির হোসেন গাজী, মির্জা জলিলুর রহমান জলিল, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটুসহ সরকারি কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাদের মতবিনিময়ে মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।