হাজীগঞ্জে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কিশোর ও যুবকদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে
……………….. মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পশ্চিম বাজারস্থ গাজীর খাদায় (বালুর মাঠ) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাছাড়া খেলাধুলা একদিকে বিনোদনের খোরাক, অন্যদিকে শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিশোর ও যুককদের নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
‘৭১ এর কণ্ঠের (একটি সামাজিক সংগঠন) আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহাম্মদ খসরু, থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি প্রমুখ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন মজুমদার ও সদস্য সচিব মামুনুর রশিদ স্বপনের পরিচালনায় ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সোহাগ আহমেদ মাইনু, মাহবুবুর রহমান মিলন, দেলোয়ার হোসেন, শাহআলম ও জাহাঙ্গীরসহ সামাজিক সংগঠন ৭১’কণ্ঠের সদস্যবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।