হাজীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মো. ফারুক হোসেন (৩২) নামে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় দিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ফারুক হোসেন ওই ইউনিয়নের মোল্লাডহর গ্রামের মো. জাফর আলীর ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ভাঙ্গারি মালের ব্যবসা করতেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে ফারুক মোটর সাইকেল যোগে তার এক বন্ধুকে সাথে নিয়ে হাজীগঞ্জ বাজারে আসার পথে দিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের ও নিহতের পরিবারের সাথে কথা বলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই ফারুক হোসেনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।