হাজীগঞ্জে শতাধিক গাছ কেটে সাবাড় করার অভিযোগ!


নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শ্রমিকদের খাম-খেয়ালীপনায় হাজীগঞ্জে বিভিন্ন প্রজাতির ছোট-বড় শতাধিক গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের আনন্দ বাজার সড়কের আমতলা থেকে প্রধানীয়া বাড়ি পর্যন্ত গ্রাম্য সড়কের পাশে অবস্থিত এ গাছগুলো কাটার অভিযোগ করেন এলাকাবাসী ও স্থানীয়রা।
বিদ্যুতের খুঁটি ও লাইনের (তার) সাথে গাছের ডাল-পালা পরিস্কার করার অজুহাতে শতাধিক গাছ কেটে সাবাড় করা হয়- চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরুদ্ধে এমন অভিযোগ এনে মোস্তফা কামাল, ইকবাল হোসেন ও জাকিয়া বেগম জানান, গত বছর এ পথ দিয়ে বিদ্যুতের নতুন লাইন গিয়েছে। অথচ আমাদের গাছগুলো প্রায় ৬-৮ বছর আগে গাছ লাগানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে ডাল-পালা পরিস্কারের নামে বিদ্যুৎ খুঁটির নিচে, লাইনের পাশে এমনকি লাইন থেকে ১৫/২০ ফুট দূরে অবস্থিত প্রায় আধা কিলোমিটার রাস্তার গাছগুলো কেটে ফেলা হয়েছে। ডাল-পালার পরিবর্তে গাছ কাটার বিষয় জানতে চাইলে, বিদ্যুৎ শ্রমিকেরা আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং তারা ইচ্ছেকৃত আরো বেশি এবং লাইন থেকে বেশ দূরের গাছগুলো কেটে সাবাড় করে।
এই রাস্তা থেকে ইকবাল হোসেনের ২৫-৩০টি, মোস্তাফার ১০টি, ছায়েমের ১০টি, ইউছুফের ১০-১৫টি, জুলহাসের ১০-১৫টি, ইউনুস মাস্টারের ১০-১৫টি ছোট-বড় গাছসহ বেশ কয়েকটি পরিবারের প্রায় শতার্ধিক গাছ কাটা হয় উল্লেখ করে ইকবাল হোসেন ও জাকিয়া বেগম বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন আমাদের না জানিয়েই গাছগুলো কেটে ফেলেছে। এতে আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে। আমরা এর ক্ষতিপূরণ চাই।
এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন বলে তারা জানান।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (টেকনিক্যাল) সুকুমার চৌধুরী জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে তারের নিচে অবস্থানকৃত গাছের ডাল-পালা কেটে ছাঁটাই করা হয়। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হবে।

০৪ সেপ্টেম্বর,২০১৯।