
শাহরাস্তি বিএনপির আহ্বায়ক দেলোয়ার মিয়াজিকে বহিষ্কার
মোহাম্মদ হাবীব উল্যাহ
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির ১ম সাধারণ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীকে বহিষ্কার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মান্নান পাটওয়ারীকে আহ্বায়ক করার প্রস্তাবের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাজীগঞ্জে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও ঐ কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অপারগতা প্রকাশ, গত জাতীয় সংসদ নির্বাচনসহ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের আহ্বানে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শাহরাস্তি উপজেলা বিএনপির দীর্ঘ ৭ মাসের অচলাবস্থা নিরসন, ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থানরত নেতা-কর্মীদের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত এবং নির্বাচনে মামলায় আক্রান্ত দলীয় নেতা-কর্মীদের বিষয়ে আলোচনা, ইউনিয়ন কমিটি গঠন ও পুনঃগঠন, উপজেলা বিএনপির সম্মেলনসহ দলীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১৩১ সদস্যদের মধ্যে ১১৯ জন উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কার্য-নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক। তিনি বলেন, ১১তম জাতীয় সংসদ নির্বাচনে দলের দায়িত্বশীল হয়েও অনেক নেতবৃন্দ যথাযথ দায়িত্ব পালন করেননি। বিএনপির নেতা হয়ে, অন্য দলের এজেন্ডা বাস্তবায়নে এবং সুবিধা গ্রহণ করেছেন। দায়িত্ব পেয়ে আমানতকে খেয়ানত করেছেন।
তিনি বলেন, আমাদের নেতারা একের পর এক হামলা-মামলার শিকার। তারা বাড়িতে ঘুমাতে পারেননি, রাতের পর রাত মাঠে-ঘাটে রয়েছেন। অথচ আপনারা দলের দায়িত্বশীল হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত, নেতাকর্মীরা দিক-নির্দেশনাহীন এবং নেতৃত্ব ছাড়া। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে কমিটি পুণঃগঠন করা হচ্ছে। আপনাদের এ কমিটিও তারেক রহমানের নির্দেশিত।
আমার চাওয়া-পাওয়ার কিছু নেই উল্লেখ করে ইঞ্জি. মমিনুল হক বলেন, এ নির্বাচনসহ তিনটি জাতীয় নির্বাচনে দলের প্রার্থী হিসেবে আমি আপনাদের সাথে ছিলাম। ভবিষ্যতে কি হয়, জানি না। অনেক অপমান-অপদস্ত হয়েছি। কিন্তু দল ও আপনাদের ছেড়ে যাইনি। কথা দিলাম যতদিন বেঁচে আছি, বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের পাশে আছি এবং থাকবো।
তিনি বলেন, আমি হাজীগঞ্জ-শাহরাস্তিতে একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। যেখানে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা থাকবে। থাকবে নেতাবৃন্দের মধ্যে জবাবদীহিতা। ভবিষ্যতে যিনি ধানের শীষে প্রার্থী হবেন, তিনি যেন আমার মতো কোন ধরনের কোন্দলে না পড়েন। তাই দল এবং আমাদের মাকে (খালেদা জিয়া) মুক্তির স্বার্থে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। পদের জন্য নয়, খালেদা জিয়ার দিকে তাকিয়ে রাজনীতি করুন।
শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মান্নান পাটোওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আবদুল মান্নান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন প্রমুখ।
সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, সেলিম পাটওয়ারী লিটন, অধ্যাপক মোজাহের হোসেন, জহিরুল ইসলাম, শাহ মো. আলী, মোজাম্মেল হক পাটওয়ারী, আয়াত আলী ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, চিতোষি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি নজিবুল ইসলাম, চিতোষি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান যোবায়ের কবির বাহাদুর, উপজেলা সদস্য রফিকুল ইসলাম, নজির আহমেদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর সদস্য ফারুক মিয়াজী, অ্যাড. রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম রিপন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এটিএম জিয়া উদ্দিন বাদল, আবুল কালাম আতাহার, অধ্যাপক মোজাম্মেল হোসেন খোকন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জাকির হোসেন নয়ন, মনির হোসেন, সাহেদুল হক মজুমদার সোহেলসহ শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩০ জুন, ২০১৯।