বিভিন্ন মহলের শোক প্রকাশ
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, রাজনীতিবিদ মো. আবুল কাশেমের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাযা এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত রোববার সকাল সোয়া ১০টায় আবুল কাশেম নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সর্দার বাড়ির মৃত ইউছুফ আলী বেপারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবুল কাশেম ওই ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তিনি প্যানেল চেয়ারম্যান এবং পরবর্তীতে প্যানেল মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মরহুম আবুল কাশেম জনপ্রতিনিধি ও রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী ছিলেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য এবং স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দায়িত্ব পালন করেছেন।
এদিকে মরহুমের স্মৃতিচারণ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ ইমাম হোসেন, কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খাঁন ও কাজী আমির হোসেনসহ পরিবারের সদস্যবৃন্দ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক সাংসদ এম.এ মতিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান খাঁন বাচ্চু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ পৌরসভার সব কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।