মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সিএনজি-পিকআপ (মিনি ট্রাক) সংঘর্ষে তৌহিদুল ইসলাম (৩২) নামের এক শিক্ষক নিহত এবং সোহেল হোসেন (২৭) নামের সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে পৌরসভাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানার এসআই বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকআপ ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসে।
নিহত শিক্ষক তৌহিদুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এসআরএমএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ের পূর্ব কাশিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি হাজীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। আহত সোহেল হোসেন শাহরাস্তি উপজেলার সিদুলীয় গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এদিকে শিক্ষক নিহতের খবর পেয়ে এসআরএমএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষকসহ দু’শতাধিক শিক্ষার্থী দুর্ঘটনাস্থল ও হাজীগঞ্জ থানায় জড়ো হয়। এ সময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। অনেকে ক্ষোভে পিকআপটির গ্লাস ভেঙে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জগামী সিএনজি চালিত স্কুটার (লক্ষ্মীপুর-থ ১১-৩০৪১) কে পিছন থেকে ধাক্কা দেয় ইটবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ট ২২-৬২৩২)। এতে গুরুতর আহত হন শিক্ষক তৌহিদুল ইসলাম এবং সিএনজি চালক সোহেল হোসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিক্ষক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকআপটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ জুলাই, ২০১৯।