হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আটক মো. কালাম (৩৮) নামের এক মাদক কারবারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহজাতে পাঠায়। ঐদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে এ মাদক কারবারীকে আটক করে পুলিশ।
আটক মাদক কারবারী মো. কালাম পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের হাওলাদার বাড়ির সুলতান হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পৌর ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
অভিযান পরিচালনাকালে ওই মার্কেটে অবস্থিত আনোয়ারা ভিলার নিচতলা থেকে ১২ কেজি গাঁজাসহ মো. কালামকে হাতে-নাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১২ হাজার টাকা। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসাভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযান পরিচালনাকালীন সময়ে থানার এসআই সাধন চন্দ্র নাথসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। তথ্য দাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।