হাজীগঞ্জে ১৬ কেজি ইলিশ গেল এতিমখানায়, ব্যবসায়ীকে জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪০টি ইলিশ মাছ (১৬ কেজি) জব্দ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অপরাধে হুমায়ুন কবির নামের এক মাছ ব্যবসায়ীকে নগদ এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। পরে জব্দকৃত ইলিশ মাছগুলো মৈশাইদ পশ্চিমপাড়া নূরাণী ও হাফিজীয়া মাদরাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা নিষিদ্ধ করেছে সরকার। সে লক্ষ্যে বুধবার দিনব্যাপী হাজীগঞ্জ বাজার, রামপুর বাজার, বেলচোঁ বাজার, রায়চোঁ বাজার ও বাকিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় রামপুর বাজারে হুমায়ুন কবির নামক এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪০টি ইলিশ মাছ (১৬ কেজি) জব্দ করা হয়। পরে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অপরাধে মৎস্য আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে নগদ এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।
এদিকে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফা, ক্ষেত্র সহকারী মাহবুবুর রহমান তানিমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ অক্টোবর, ২০১৯।