মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক নদী বাড়ী ক্যাফেসহ তিন খাবার হোটেলকে পৃথকভাবে মোট নগদ ২০ হাজার টাকা অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম জেল প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ তিন খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করেন তিনি। এ সময় অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ, ঢাকনাবিহীন রান্না করা খাবার রাখা, মাছের বরফ দিয়ে কোল্ড কফিসহ অন্যান্য খাবার তৈরি করার অপরাধে নদী বাড়ী ক্যাফেকে নগদ ১০ হাজার টাকা, স্টার হোটেল এন্ড সুইটস ৫ হাজার টাকা এবং বসুন্ধরা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে পৃথক পৃথক অপরাধে মোট নগদ ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া।
এ সময় হোটেল পরিচালকদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশ্য জেল-জরিমানা নয়। আপনারা যাতে সচেতন থাকেন এবং ভোক্তার অধিকার যেন নিশ্চিত হয়, সে লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
০৪ সেপ্টেম্বর,২০১৯।