হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর যা প্রয়োজন, তা করা হবে
———মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বক্তব্যের শুরুতেই হাজীগঞ্জ ও শাহরাস্তিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। দেশ ও জাতীর উন্নয়নে এবং উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে যা, যা প্রয়োজন, তিনি তাই করবেন।
তিনি আরো বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে, আপনারা আমাকে চতুর্থবারের মতো ঋণী করেছেন। নৌকার বিজয় হয়েছে। এ বিজয় আমার নয়. আপনাদের। এ বিজয় হাজীগঞ্জ-শাহরাস্তিবাসির। আপনাদেরকে সাথে নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজীগঞ্জ-শাহরাস্তিবাসির যা প্রয়োজন, তা করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ-শাহরাস্তিকে এগিয়ে নিতে চাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আমরা প্রতিযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে যেতে চাই। দৃঢ় মনোবল ও প্রতিযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতের জন্য তোমাদের তৈরি হতে হবে। তবে মনে রাখতে হবে, প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্ধীতা ও প্রতিহিংসা নয়। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ তথা দেশ ও জাতীর উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখ হবে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহজাহান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মিজানুর রহমান, গীতা পাঠ করেন বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কৃষ্ণ শীল।
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. নুরুল আমিন মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে গত ৪ দিনে অনুষ্ঠিত ৪৩টি ইভেন্টের (৪০টি একক ও ৩টি দলীয়) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদারসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, নেছারাবাদ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাপাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান টুটুলসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ এমরান, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎ¯œা বেগম, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহপরান, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদরাসার সুপার মো. সফিকুর রহমানসহ অন্যান্য প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।