হাজীগঞ্জে ৫৫তম পবিত্র ওরছে নববী (দ.) সম্পন্ন

এস.এম চিশতী
হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সে ৫৫তম পবিত্র ওরছে নববী (দ.) সম্পন্ন হয়েছে। গত ১২ জানুয়ারি দিনব্যাপী কোরআন তিলাওয়াত, খতমে খাজেগান, মাগরিবের পর আওলাদে রাসূল (দ.) সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর মাজারে গিলাফ ছড়ানো, জিয়ারত এবং রাতব্যাপী জ্বিকির এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়।
শতাধিক ওলামা মাশায়েখদের আলোচনায় মুখরিত ওরছে নববীতে সভাপতিত্ব করেন এবং বিশ্বশান্তি ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমামে রাব্বানী দরবার শরীফের পীর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। এর আগে তিনি মাহফিলে উপস্থিতিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন। তিনি বলেন, সুন্নীরাই দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামিক শক্তি।
ওরছে নববীতে আরো বক্তব্য রাখেন, ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা মাও. সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, মেজো সাহেবজাদা মাও. সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী, সেজো সাহেবজাদা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী, ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী।
মাও. মোহাম্মদ আলী নক্সবন্দী ও মাও. আবুল হাশেম শাহ্ মিয়াজীর যৌথ উপস্থাপনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, দপ্তর সম্পাদক মাও. মনির হোসাইন আল আবেদী, চাঁদপুর জেলা সভাপতি মাও. মফিজুল ইসলাম আল আবেদী। এ সময় দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
মাহফিলে ইসলামিক ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দরবারের মুরিদ, ভক্তবৃন্দ ও কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।