হাজীগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে এদিন বেলা ১১টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসাইন ও গীতা থেকে পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কর্মকর্তা সুনির্মল দেউরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুুমান ভানু।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্র্তা আবদুল গণির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, শ্রেষ্ঠ জয়িতা রোকেয়া সুলতানা ও জিনাত কবির।
বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহব্বান জানান। বক্তব্য শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অতিথিরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধী, জয়িতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর, ২০২৪।