হাজীগঞ্জে ৯১ পিস বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে ৯১ পিস বিয়ারসহ আটক করা হয়েছে। গত রোববার রাত ১০টায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অভিযান চালিয়ে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সংলগ্ন কুটুম বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতরে অভিযান চালিয়ে নিষিদ্ধ বিয়ার জব্দ করে। এ সময় ৩ জনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন হাজিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান।
অভিযানে আটকরা হলো- রান্ধনিমুড়ার মোকলেছুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫), মমিন হোসেনের ছেলে মজিবুর রহমান (২৩) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে কাউছার (২৩)।
আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।