হাজীগঞ্জ থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

মাসিক আইন-শৃঙ্খলা সভায়

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ফেব্রুয়ারি মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।
সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী ও আলহাজ জাকির হোসেন লিটু প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম এবং সংবর্ধিত অতিথি হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ।
বক্তব্য শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মামনা স্মারক ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন ইউএওনসহ আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত সদস্যরা। এ সময় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, আলহাজ কবির হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম, খোরশেদ আলম বকাউলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।