হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির কার্য-নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মল হক চৌধুরী মহন। গতকাল রোববার দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন তিনি।
নবগঠিত কার্য-নির্বাহী কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রধানীয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিসাদ আহমেদ মুরাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা। এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদসহ ৬৬ জন সদস্য কমিটিতে রয়েছেন।
এর আগে গত এপ্রিল মাসে কালচোঁ উত্তর ইউনিয়নে থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হক স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং কমিটি গঠনকল্পে তাদের মতামত গ্রহণ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে বলেন, আগামি দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত এবং কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে।
০৫ আগস্ট, ২০১৯।