হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ পাওয়ার দাবিতে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি চলাকালীন সময়ে আন্দোলনকারীরা জানান, সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন। একই ভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, সমবায় অধিদপ্তর ও উপজেলা পরিষদসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন অথচ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে।
তারা আরো জানান, জনসেবকের দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। এতে অনেক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বেশিরভাগ ক্ষেত্রেই অনিয়মিত হয়ে থাকে। ফলে তারা চাকরি ও অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন।
পৌর সচিব মোহাম্মদ নূর আজম বিন আখতারের সভাপতিত্বে কর্মবিরতী পালনকালে বক্তব্য রাখেন, জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মো. আবু ইউছুফ, সাবেক সাধারণ সম্পাক মো. সফিকুর রহমান প্রমুখ।
পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের পরিচালনায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে হাজীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ভূঁইয়াসহ সকল নেতৃবৃন্দ ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।