নিন্দুকের সমালোচনা, আমার কাজের অনুপ্রেরণা
…পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
নতুন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে প্রায় ৫৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পৌর সভাকক্ষে বাজেট উপলক্ষে আয়োজিত সাংবাদিক ও সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন তার মেয়াদ ও এই পরিষদের দায়িত্ব পালনকালীন সময়ে ৪র্থ বাজেট হিসেবে ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে- ৫৮ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৭শ’ ৫০টাকা। এর মধ্যে নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার ২শ’ ৫০ টাকা ও উন্নয়ন খাতে ৩৭ কোট ৯১ লাখ ৬৩ হাজার ৫শ’ টাকা।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে- ৫৪ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৩৪ কোট ৫৭ লাখ ৪০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৭শ’ ৫০ টাকা।
বাজেট বক্তব্যে আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, পৌরবাসীর সহযোগিতায় উন্নয়ন ও অগ্রগতিতে দুর্বার এগিয়ে চলছে হাজীগঞ্জ পৌরসভা। স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিতকরণে এবং সর্বোচ্চ সেবা প্রদানে এ বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটকে গণমুখী, জনকল্যাণকর ও বাস্তবসম্মত করার লক্ষ্যে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে প্রাক-বাজেট মতবিনিময় ও পরামর্শ করা হয়েছে।
তিনি বলেন, শুরু থেকেই মেয়র নয়, সেবক হয়ে কাজ করছি। সে লক্ষ্যে পৌর পরিষদের সদস্য ও পৌরবাসীর মতামতের প্রেক্ষিতে পৌরসভার কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি। সততা ও জবাবদিহীতার লক্ষ্যে সেবাকে ডিজিটালাইজড এবং আর্থিক লেনদেন শতভাগ মানি রিসিট ও ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নিন্দুকদের ধন্যবাদ জানিয়ে আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, নিন্দুকের সমালোচনা, আমার কাজের অনুপ্রেরণা। পৌরবাসীর যে কোন প্রয়োজনে, অফিস ও আমার বাসার দরজা সবসময় খোলা রযেছে। কারণ, আমি আমার অঙ্গীকার ভুলিনি। শুরু থেকেই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো, পৌরবাসীকে সেবা দেয়া। তাই হাজীগঞ্জ পৌরসভাকে একটি অনুকরণীয় ও অনুসরণীয় পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত আছে।
পৌর সচিব নুর আজম বিন আখতারের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, সভাপতি মুন্সী মোহাম্মদ মুনির, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মহন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন ও হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর জমিনের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাপ্তাহিক মানবসমাজের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর দর্পনের প্রতিনিধি মঞ্জুর আলম পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান। কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রিয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম মাও. ফয়সাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম, রিটন চন্দ্র সাহা, আলহাজ আবু বকর সিদ্দিক, এমরান হোসেন মুন্সী, আজাদ মজুমদার ও নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রানী সরকার, শাহিদা বেগম, জোহরা বেগম মুন্নী ও রেজিয়া বেগম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, কাজী কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৭ জুলাই, ২০১৯।