সেবা জনগণের পিছনে দোঁড়াবে
—পৌর মেয়র আ.স.ম মাহবুব-আলম-লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচির আওতায় সুবিধাভোগিদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তিনি ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি, ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে সেবার পিছনে জনগণ নয়, সেবা জনগণের পিছনে দোঁড়াবে এবং দৌঁড়াচ্ছে। এর অন্যতম সুফল হচ্ছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সমতালে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার ফলে বর্তমানে দেশের ৬৪ লাখ মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা পাচ্ছেন। প্রতিবছর সুবিধাভোগির সংখ্যা বাড়ানো হচ্ছে এবং আগের তুলনায় টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে।
সুবিধাভোগীদের উদ্দেশ্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, নির্দিষ্ট দিনে এবং ব্যাংকে লাইনে দাঁড়িয়ে নয়, এখন থেকে ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদান করা হবে। আপনার একাউন্টে টাকা জমা হলে, ম্যাসেজ পাবেন। তারপর আপনি যখন খুশি তখন টাকা তুলতে পারবেন। এ জন্য ভাতার বই, আপনার ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল ফোন নম্বরসহ পৌরসভায় তথ্য দিয়ে যাবেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন আখতার, পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম, রিটন চন্দ্র সাহা, এমরান হোসেন মুন্সী, সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রানী, শাহিদা বেগম জোহরা বেগম ও রেজিয়া বেগমসহ পৌরসভা ও উপজেলা সমাজসেবা কার্যালয়েল অন্যান্য কর্মকর্তা ও ভাতাপ্রাপ্ত সুবিধাভোগীরা।