
জনসচেতনতায় নরমাল প্রসবে বৈপ্লবিক সাফল্য আসবে…………..পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসুন, সিজার ও জটিলতামুক্ত নরমাল প্রসব করুন!’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গর্ভবতী মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবত্তোর সেবা বিষয়ক ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভাধীন এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নরমাল ডেলেভারি জোরদারকরণ লক্ষ্যে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে হাজীগঞ্জ পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনসচেতনতায় নরমাল প্রসবে বৈপ্লবিক সাফল্য আসবে। এ ক্ষেত্রে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ যে ইনোভেশন কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়।
পৌর এলাকায় এ ইনোভেশন কার্যক্রম পরিচালনায় পৌরসভার সার্বিক সহযোগিতা থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, সুস্থ মা ও সুস্থ সন্তান। আর সুস্থ সন্তান প্রসবে নরমাল ডেলেভারি প্রয়োজন। তাই প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ ও নরমাল প্রসবের জন্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, অকারণে সিজার এবং বাড়িতে ডেলিভারি নয়। উপজেলার সব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে দক্ষ ও প্রশিক্ষিত পরিবার কল্যাণ পরিদর্শিকা সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘণ্ঠা বিনামূল্যে সেবা দিয়ে থাকেন।
সেবা নিন, সুস্থ থাকুন উল্লেখ করে তিনি আরো বলেন, সেবা সহজীকরণের অংশ হিসেবে এবং গর্ভকালীন অন্তত ৪ বার সেবা প্রদান ও প্রসবকালীন জটিলতা এড়াতে পৌর এলাকাকে ১৮টি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে পৌর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১৭টি স্যাটেলাইট ক্লিনিক। এছাড়া গর্ভবতী মায়েদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হবে। তাই এসব সেবাকেন্দ্রে এসে গর্ভবতী মায়েদের সেবা নেয়ার আহবান জানান তিনি।
পরিবার কল্যাণ পরিদর্শক মহিউদ্দিনের পরিচালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, পৌর কাউন্সিলরদের পক্ষে আলহাজ আবু বকর সিদ্দিক, এলাকাবাসীর পক্ষে ডা. পেয়ারা বিল্লাল প্রমুখ। বক্তব্যের আগে নরমাল প্রসবের প্রয়োজনীয়তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইনোভেটিব কার্যক্রমের ডুকুমেন্টারী উপস্থাপন করা হয়।
এ সময় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, রিটন চন্দ্র সাহা, মোহাম্মদ জাহিদুল আযহার আলম, এমরান হোসেন মুন্সী, কাজী দুলাল, আজাদ মজুমদার, নুরুল ইসলাম বেপারীসহ পৌরসভার কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রসবকালীন জটিলতা ও আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে এবং মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ব্যবস্থা এবং প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণে ২০১৭ সাল থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ‘নিরাপদ মাতৃত্বে আমরা সবাই’ নামক একটি ইনোভেশন কার্যক্রম পরিচালনা করে আসছে হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
এই ইনোভেশন কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, গর্ভবতী মায়েদের নিরাপদে এবং জটিলতামুক্ত নরমাল প্রসবের ব্যবস্থা করা। এতে একদিকে মায়ের শারীরিক জটিলতা থেকে মুক্তি পাবে, অন্যদিকে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না এবং মা ও শিশু সুস্থ থাকবে। কারণ মা ও শিশু সুস্থ থাকলে, ভবিষ্যৎ সুন্দর হবে।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।