হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া


আ.লীগকে নেতৃত্ব শূন্য করতেই গ্রেনেড হামলা
….রোটা. আহসান হাবিব অরুন

হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটা. আহসান হাবিব অরুন বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ২১ শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা ঘটনা হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে পৌর ছাত্রলীগের উদ্যোগে ২১ শে আগস্ট শহীদদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, তারেক জিয়া ছিলো এ হামলার প্রধান উপদেষ্টা। তারা চেয়েছিল জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব নেতাদের হত্যা করতে। আল্লাহর রহমতে সেদিন আমাদের নেত্রী বেঁচে গিয়েছেন। কিন্তু ওই হামলায় আওয়ামী লীগের অনেক নেতাকে আমরা হারিয়েছি। অনেক নেতা আজীবনের জন্য পঙ্গু হয়েছে।
তিনি বলেন, যতো দ্রুত সম্ভব ২১ শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কার্যক্রম শেষ করতে হবে। যারা এ হামলার জন্য দায়ীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। তারেক জিয়াকে বিদেশ থেকে ফেরত এনে ফাঁসির রায় কার্যক্রর করতে হবে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য ইউসুফ প্রধানীয়া সুমন, নাজমুল হাসান নয়ন ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন।
এসময় পৌর ছাত্রলীগের ১২টি ওয়ার্ডের সব সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২১ শে আগস্ট শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শহীদুল্যাহ।

২২ আগস্ট, ২০১৯।