হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড শাখা বিএনপির (দক্ষিণ রান্ধুনীমুড়া-আড়াখাল) নতুন কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ আগস্ট পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাসার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিয়াজীর সুপারিশক্রমে নতুন এ কমিটির অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে মো. বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. ওয়াদুদ মুন্সী, সাধারণ সম্পাদক মো. মফিজ মিজি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক মো. শিপন মিয়াসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন পৌর বিএনপির আহবায়ক মো. আবুল বাসার।
ওয়ার্ড বিএনপিকে কার্যকর ও শক্তিশালী এবং আগামি দিনে আন্দোলন-সংগ্রামমুখী করার লক্ষ্যে এ দিন পৌর ১২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পৌর বিএনপি নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতির মতামতের ভিত্তিকে এ কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম-আহ্বায়ক নাজমুল আলম চৌধুরী প্রমুখ।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, হেলাল উদ্দিন মজুমদার, নাদিম উল্যাহ্ নাদিম, বিএনপি নেতা শাহদাত হোসেন তালুকদার প্রমুখ। সভায় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৩ সেপ্টেম্বর, ২০১৯।