
হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাসার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিয়াজী ৭১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেন।
পৌর ৩নং ওয়ার্ড বিএনপিকে কার্যকর ও শক্তিশালী আন্দোলনমুখী করার লক্ষ্যে এ দিন হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও ৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতির মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এতে আলহাজ মিজানুর রহমানকে সভাপতি, মো. আব্দুল কাদের তালুকদারকে সাধারণ সম্পাদক ও মো. আলম বেপারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া কমিটির সহ-সভাপতি, যুগ-সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয়সহ আরো ৬৮ জন সদস্য রয়েছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাসার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিয়াজী। বক্তব্য শেষে উপস্থিতির মতামতের ভিত্তিতে ওয়ার্ড বিএনপির কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
বিএনপি নেতা আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এম.এ রহিম পাটওয়ারী, আবুল খায়ের মজুমদার, নাজমুল আলম চৌধুরী, হেলাল উদ্দিন মজুমদার, নাদিম উল্যাহ্ নাদিম প্রমুখ।
এ সময় বিএনপি নেতা জামাল উদ্দিন কিরন, নুরুল ইসলাম পাটওয়ারী, আনোয়ার হোসেন মিয়াজী, আব্দুল কাদের তালুকদার ও শাহাদাত হোসেনসহ পৌর এবং ৩নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
৩১ জুলাই, ২০১৯।
