হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের (টোরাগড়) নতুন কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পৌর শ্রমিক দলের সভাপতি মো. রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সোহেলের সুপারিশক্রমে নতুন এ কমিটির অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহসিন ও সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হানসহ ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। এছাড়া অন্যান্য সম্পাদকীয়সহ কমিটিতে আরো ২৬ জন সদস্য রয়েছেন।
ওয়ার্ড শ্রমিক দলকে কার্যকর ও শক্তিশালী এবং আগামি দিনে আন্দোলন-সংগ্রামমুখী করার লক্ষ্যে এ দিন পৌর ৮নং ওয়ার্ড শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে পৌর ও ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতির মতামতের ভিত্তিকে এ কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জিবীত হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের আহ্বানে আগামি দিনে বিএনপির সব কর্মসূচির জন্য ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার আহ্বান জানান পৌর শ্রমিক দলের সভাপতি মো. রাশেদ আলম হীরা।
২৫ সেপ্টেম্বর, ২০১৯।