
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ বাজার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং ব্যবসায়ী প্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে বাজার ব্যবসায়ী সমিতির আয়োজেন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।
তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেক সময় ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর ও ব্যবসায়ীরা নিগ্রহীত হয়। আমরা যারা রাজনীতি করি, দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হতে হবে। যাতে করে ব্যবসা প্রতিষ্ঠানসহ আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরো বলেন, আমি একজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুনের সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাবেক সংসদ সদস্য এমএ মতিন ও বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা হাজীগঞ্জ বাজারের ব্যবসার পরিবেশ নিশ্চিতকরণে কাজ করেছেন। এ জন্য জেলার মধ্যে নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে হাজীগঞ্জ বাজার। পার্শ্ববর্তী জেলাসহ আমাদের জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করছে। তিনি ব্যবসার পরিবেশ নিশ্চিতকরণে সব রাজনৈতিক নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আরো বলেন, হাজীগঞ্জ বাজারে নিরাপদ ব্যবসার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ব্যবসায়ী সমিতির সকল চেষ্টা অব্যহৃত থাকবে।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাক হায়দার পারভেজ সুজনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক শাহাবউদ্দিন শাবু ও ওয়ার্ড কমিশনার জিসান আহমেদ সিদ্দিকী।
এ সময় ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ রোমান, দপ্তর সম্পাদক জামাল মজুমদার, অর্থ সম্পাদক হাছান মাহমুদ, শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাজারের সব ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সময় হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবদল, ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়। সংঘর্ষ থামাতে গিয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অরুন ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ বেশ কয়েকজন আহত হয়।