হাজীগঞ্জ বড়কুল রামকানাই উবি’র সভাপতি নির্বাচনের সভা স্থগিত


এমপির নাম ভাঙিয়ে এবং দিনব্যাপী নাটকীয়তার পর

হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের নাম ভাঙিয়ে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের সভা স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ী। গতকাল মঙ্গলবার তিনি দিনব্যাপী নাটকীয়তার পর প্রতিকূল পরিবেশের কথা উল্লেখ করে পুলিশের উপস্থিতিতে সভা স্থগিত করে বিদ্যালয় ত্যাগ করেন। অথচ স্থানীয় সাংসদ গত কয়েকদিন যাবৎ দেশের বাইরে (আমেরিকা) অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যদের সভার নামে বসিয়ে রেখে স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে দিনব্যাপী নাটকীয়তা করেন সুর্ণিমল দেউড়ী। কিন্তু ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যরা সাংসদের সম্পৃক্ততার প্রমাণ দেখতে চান, কিন্তু তিনি প্রমাণ না দেখিয়ে বিদ্যালয়ের কমনরুমে অবস্থান নেন। এবং সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান নিয়ে শুধু ফোনালাপে ব্যস্ততা দেখিয়ে সময় কাটান।
খবর পেয়ে বিদ্যালয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। পরে কয়েকজন যুবক সুর্ণিমল দেউড়ী পক্ষ নিলে ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত অভিভাবক সদস্য ও সদস্যের পক্ষে এলাকাবাসীর যোগ দেন। এতে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিকালে পুলিশের উপস্থিতিতে প্রতিকূল পরিবেশের কথা উল্লেখ করে সভা স্থগিত করে পুলিশের সহায়তায় বিদ্যালয় ত্যাগ করেন সুর্ণিমল দেউড়ী।
বিদ্যালয়ের নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধি মো. জাফর বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সভাপতি নির্বাচনের সভা ডাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. আব্দুল হক। আমরা সব সদস্য যথাসময়ে উপস্থিত হই। সভার শুরুতেই প্রিজাইডিং অফিসার ও সভার সভাপতি সুর্ণিমল দেউড়ী এমপি স্যারের কথা বলে তালবাহানা করতে থাকেন। আমরা প্রমাণ দেখাতে বলেছি, তিনি তা না দেখিয়ে, সারাদিন মেয়েদের কমনরুমে অবস্থান নেন এবং ফোনালাপে ব্যস্ততা দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
তিনি বলেন, এমপি আমাদের অভিভাবক। তিনি যেভাবে চাইবেন, আমরা সেভাবে করবো। কিন্তু তাঁর নাম ভাঙ্গিয়ে প্রিজাইডিং অফিসার দিনব্যাপী নাটকিয়তার সৃষ্টি করে সভা স্থগিত করেন। অথচ তাঁর সম্পৃক্ততার কোন প্রমাণ তিনি দেননি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্নিমল দেউড়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এমপি মহোদয় নিজে উপস্থিত থেকে সভাপতি নির্ধারণ করবেন এবং বিষয়টি এমপি’র প্রতিনিধির মাধ্যমে ম্যাসেজ পেয়েছেন বলে তিনি জানান। তবে তিনি যৌক্তিক প্রমাণাদি দেননি। আগামি শনিবারের মধ্যে নতুন সভা ডাকা হবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিত প্রতিকূলে, তাই আজকের সভা স্থগিত করা হয়েছে।
আগামি শনিবারের মধ্যে সভাপতি নির্বাচিত করতে হবে উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক জানান, নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা সভাপতি নামের প্রস্তাব করবেন। একাধিক প্রার্থী হলে ভোট হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা যেভাবে চাইবেন, আমি সেভাবে করবো।
হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, আইন-শৃঙ্খলার অবনতির খবর জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
উল্লেখ্য, গত ২৭ তারিখ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের এক সপ্তাহের মধ্যে সভাপতি নির্বাচন করতে হবে। এবং সভাপতি নির্বাচনের তিন দিনের মধ্যে শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ তালিকা প্রেরণ করতে হবে।

৩১ জুলাই, ২০১৯।