হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর এলইডি বাতির উদ্বোধন করলেন মেয়র


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর উপর সড়ক এলইডি বাতির উদ্বোধন করলেন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। গতকাল রোববার সন্ধ্যায় বাতির স্লুইচ টিপে আলো জ¦ালিয়ে তিনি এ সড়ক বাতির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সেতুতে এলইডি বাতির উদ্বোধনের মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভাকে আরো আকর্ষণীয় ও আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে একধাপ এগিয়ে গেল।
তিনি আরো বলেন, পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈকাল ও সান্ধ্যকালীন অবকাশযাপনে এখানে অনেক লোকজন ছুটে আসেন। এলইডি বাতির মাধ্যমে হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু একদিকে যেমন আলোকসজ্জা হলো, অন্যদিকে অবকাশযাপন আরো বেশি আনন্দময় হলো। এই আনন্দের সাথে শরীক হতে পেরে আমি আনন্দিত। আপনাদের আনন্দ দেয়ার লক্ষ্যে সব কাজ সম্পন্ন ও সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।
সেতুতে উন্নত ও দীর্ঘস্থায়ী এলইডি বাতি স্থাপনসহ রঙ-বেরঙের বাতির মাধ্যমে আলোকসজ্জা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর রিটন চন্দ্র সাহা, পৌর উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবর রশিদ, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, যুবলীগ নেতা মো. ইকবাল মজুমদার, পৌর আ.লীগের প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।