বিশেষ প্রতিনিধি :
হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সফিকুর রহমানের বিরুদ্ধে আবারও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, নবাগত প্রক্রিয়াধীন পরিচালনা পর্ষদের একজন বিদ্যোৎসাহী সদস্য গত ৩ বছরে মাদ্রাসায় প্রায় ৩ লক্ষাধিক টাকা দান করেছেন। কিন্তু ঐ টাকা অধ্যক্ষ মাদ্রাসার ক্যাশে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অধ্যক্ষ সফিকুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই মাদ্রাসার অর্থ আত্মসাৎ, ঘুষ কেলেঙ্কারী, শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ ছিল। যার প্রেক্ষিতে চলতি বছরের ২৮ অক্টোবর মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাদ্রাসায় সরজমিনে গিয়ে তদন্ত করেন। তদন্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষা মাত্র। আর এর’ই মধ্যে অধ্যক্ষ সফিকুর রহমানের বিরুদ্ধে নতুন করে প্রায় ৩ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল।
উল্লেখ্য, অধ্যক্ষ সফিকুর রহমানের বিরুদ্ধে আগেও কয়েববার দৈনিক ইল্শেপাড়সহ বিভিন্ন পত্রিকায় দুর্নীতির সংবাদ ছাপা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে নতুন করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
- Home
- প্রথম পাতা
- হাজীগঞ্জ রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে আবারও অর্থ আত্মসাতের অভিযোগ