হাজীগঞ্জ সদর ইউনিয়ন মহিলা আ’লীগের কর্মীসভায় মেজর রফিক নতুন করে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবে না

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবে না। বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের মূল উৎপাটন করা হয়েছে। স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা নতুন করে চক্রান্ত শুরু করেছে। তারা নারীদের ব্যবহার করে কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে আমাদের মা-বোন ও কোমলমতী সন্তানদের বিপথগামী করছে। তাই আমরা প্রত্যন্ত অঞ্চলের নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি। যাতে করা রাজনৈতিক সচেতনতা তৈরি করে তাদের রুখে দেয় যায়। উপজেলার ৫নং সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও হাজীগঞ্জ-শাহরাস্তী নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার চেতনা ধরে রাখতে হলে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৮ বছরে যত উন্নয়ন হয়েছে ও চলমান রয়েছে, অতিতে এতো উন্নয়ন হয়নি। আগামি বছরের মধ্যে দুই উপজেলার সব বড় বড় উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলালের সভাপতিত্বে সদর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, অর্থ-সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী।
ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউপির চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজের পরিচালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, ১নং ওয়ার্ড সভাপতি কামাল মির্জা প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রধানীয়াসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং কয়েক শতাধিক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মির্জা শিউলি পারবিনকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। তিনি আগামি ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।