হাটিলা পশ্চিমে মহিলা আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় ইউপি কার্যালয়ের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ ও জাতির উন্নয়নের অংশিদারিত্বে নারীদের ভূমিকা নিশ্চিত করতে হবে। কারণ নারীদের অবহেলিত রেখে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দু’টি ভিশনের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। এই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে আমরা। উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ততা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে নারীরা আজ পিছিয়ে নেই। তবে শহরের তুলনায় গ্রামের নারীরা পিছিয়ে রয়েছেন। সেজন্য প্রত্যন্ত অঞ্চলে নারীদের ক্ষমতায়নে এবং দেশ ও জাতির উন্নয়নে তাদের সম্পৃক্ত করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। বক্তব্য শেষে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের মতামত ও পরামর্শক্রমে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি ঘোষণা করেন। এতে মমতাজ বেগমকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জান্নাত মুন্সীকে ইউনিয়ন সভাপতি, জোৎ¯œা বেগমকে সিনিয়র সহ-সভাপতি, হালিমা বেগমকে সাধারণ সম্পাদক, মাকসুদা বেগম ও ফেরদৌসি বেগমকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি. শফিকুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শাহজামাল, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুশু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলাউদ্দিন, মহিনুল হক দুলাল, খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক জসিম মুন্সী, সদস্য ডা. মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক পাটওয়ারী রাছেল, ইউনিয়ন সভাপতি ইমাম হাছান বকাউল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লা, উপজেলা তরুণ লীগের য্গ্মু সাধারণ সম্পাদক মো. মহসিন মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কবির, সাধারণ সম্পাদক সম্পাদক মাহফুজুর রহমান।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তরুণ লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক মহিলা নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামি ১ সপ্তাহের মধ্যে ইউনিয়ন ও ১৫ দিনের মধ্যে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি করার নির্দেশনা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।