সজীব খান
চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. কামাল হোসেনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় মৈশাদীর ৯নং ওয়ার্ডের বেলতলী মসজিদ সংলগ্ন দোপা বাড়ির মৃত কার্তিকের বসত ঘর থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকার সহকারী ১ সপ্তাহ যাবৎ নিখোঁজ হওয়ার পর কামালের পরিবার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করে।
জানা যায়, শনিবার কামালের ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি ফোন আসে। ফোনে তাকে বাঁচানোর জন্য সে অনুরোধ করে। এ বলেই মোবাইল কেটে বন্ধ করে রাখে। এরপর কামালের পরিবার বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ ঐ নম্বর ট্র্যাকিং করে স্থানীদের নিয়ে রোববার বিকেল ৩টায় দোপা বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর মৃত কার্তিকের স্ত্রী বাসন্তী রানী দাস, মেয়ে রেখা রানী রানী দাস, ছেলে সুমন চন্দ্র দাসকে চাঁদপুর মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
মৈশাদী ৭নং ওয়ার্ড মেম্বার বারেক খান বলেন, কামালের বোনকে যে নম্বরে ফোন করা হয়েছে সে নম্বরটি গ্রামীণ ফোন অফিসে গিয়ে বিস্তারিত তথ্য নেয়া হয়। দোপা বাড়ির কার্তিকের মেয়ে রেখা রানী দাস কামালের আইডি দিয়ে মোবাইল সীম রেজিস্ট্রেশন করেন। সে তথ্যের ভিক্তিতে রেখাদের বসতঘর থেকে কামালকে উদ্ধার করা হয়। কামালের সাথে রেখার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো।
১৫ জুলাই, ২০১৯।