
স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল আজিজ শিশিরের পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, তোমরা ৫ বছর আগে এই বিদ্যালয়ে এসেছিল। আজ ৫ বছর পর আমাদের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে চলে যাচ্ছ। আমরা তোমাদের মাধ্যমিক পর্যায় শিক্ষা দিয়েছি। আর উচ্চ শিক্ষা গ্রহণ করবে। এসএসসি পরিক্ষা তোমরা ভালোভাবে দিবে। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে। এতদিন তোমরা যা শিখেছ তা লিখে শিক্ষার প্রতিফলন ঘটাবে। তোমাদের প্রতি আমাদের এই শুভ কামনা। তোমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। তোমাদের আগামি দিনের জীবন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মো. জহিরুল ইসলাম, মঞ্জুরুল আলম, মাওলানা মো. মহিবুল হক, মো. এনামুল হক, মো. আমিনুল হক, এসএসসি পরিক্ষার্থী ওয়াকিল আহমেদ, নুরুদ্দিন, আব্দুল আল হাসিব, ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইনুল ইসলাম তানিম।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে ২০২০ সালে এসএসসি পরিক্ষায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২শ’ ৪৪ জন শিক্ষার্থী সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহিরুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।