হাসান আলী সপ্রাবিতে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের স্বনামধন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ওই শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দিয়েছে।
গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয়ের নিচতলার প্রধান শিক্ষক কার্যালয় পশ্চিম পার্শ্বে চতুর্থ শ্রেণির কামিনী শাখায় শহরের আদালতপাড়া এলাকায় ওই শিশু শিক্ষার্থী ৩/৪ বন্ধুর সাথে বসে গল্প করছিল। এমন সময় উপরে ঝুলানো একটি সিলিং ফ্যান হুক ভেঙে পড়ে যায়। এতে করে ওই শিক্ষার্থী মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত হয়।
প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফী বন্যা ও শিক্ষক আব্দুল বারেকসহ অন্যান্য শিক্ষকরা সিলিং ফ্যান পড়ার বিষয়টি জানতে পেরে দ্রুত ছুটে আসেন। তাৎক্ষনিক ওই শিক্ষার্থীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জানা গেছে, ওই শিশু শিক্ষার্থীর মাথার পেছনে অংশে খানিকটা কেটে গেছে। ওই স্থানে চিকিৎসকরা ৩টি সেলাই দিয়েছেন। পরে আহত শিক্ষার্থীকে তার অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হয়।