স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে তা অনুষ্ঠান হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ও লেখাপড়া একে অপরের পরিপূরক। এখন সারা পৃথিবীতে খেলাধুলার জয়জয়কার আর এই অবস্থায় বিশেষ করে বাচ্চাদের জন্য খেলাধুলা খুব জরুরি। বছরের এই দিনটি মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছোট ছোট সোনামনিরা অধীর আগ্রহে থাকে। খেলাধুলা লেখাপড়ারই একটি অংশ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন উন্নত একটি বাংলাদেশ গড়তে, আর উন্নত বাংলাদেশ গড়তে হলে শতভাগ শিক্ষিত হওয়া দরকার আছে।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির হাসান ইমাম বাদশা, সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় অতিথিদের ফুল ও ব্যাচ পরিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা।
বিকাল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও অ্যাড. সাইফুদ্দিন বাবু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মানছুর আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শাহীন আক্তার, শিপ্রা চক্রবর্তী, নাজমা আক্তার, শিল্পী দত্ত, আখী রানী দত্ত, সাদিয়া বেগম, মো. মনির হোসেন, নিগার সুলতানা, মো. সাইফুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন, কামরুন নাহার আক্তার, আব্দুল বারেক হাওলাদার, আইনুর নাহার, রীতা দে, মো. শাহাদাত হোসেন তালুকদার, সৈয়দ মো. নুরুজ্জামান কাজল, নাহার সুলতানা, মো. জাকির হোসেন, ফারজানা আক্তার রুমানা, সুমি মজুমদার, আব্দুর রহমানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মুনকারীন নবীন ও গীতা পাঠ করেন নয়ন নাথ।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- হাসান আলী সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ