মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘হাসিনা : অ্যা ডটারস টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার গল্প। সংগ্রামী জীবনে কিভাবে জয়ী হতে হয়, শত বাঁধা পেরিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছাতে হয় এবং দেশ ও জাতির স্বপ্ন পূরণে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই উৎসাহ ও অনুপ্রেরণায় উজ্জিবীত করে তোলে ‘হাসিনা : অ্যা ডটারস টেল’।
কথাগুলো বলেন, হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা : অ্যা ডটারস টেল’ এর প্রিমিয়ার শো উপভোগ করার পর এক মন্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি গত ২১ নভেম্বর দুপুর ১ টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ডকুফিল্মটি উপভোগ করেন।
এ সময় তিনি বলেন, এই ফিল্মের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা থেকে একজন নেত্রী ও একজন সু-যোগ্য রাষ্ট্রনায়ক হয়ে ওঠার দীর্ঘ এ পথটি যে কত ত্যাগ, জটিল, কঠিন ও সংগ্রামের সেই চিত্রই ফুটে ফুটে উঠেছে। এই ফিল্ম তরুণদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সংগ্রামী জীবনে অনুপ্রেরণা ও উৎসাহ দিবে। তিনি ছাত্রলীগসহ বর্তমান তরুণ প্রজন্মকে ডকুফিল্মটি উপভোগ করার আহবান জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ গত ১৬ নভেম্বর দেশের চারটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। ছবিটি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
৭০ মিনিট দৈর্ঘ্যরে এই ফিল্মের মাধ্যমে ১৯৭৫ সালে সপরিবারে বাবা-মাকে হারানোর পর নির্বাসিত দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার বেঁচে থাকা, টিকে থাকার কাহিনি জানা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতিসহ ইতিহাস এই ফিল্মের মাধ্যমে জানা যাবে।