১শ’ ২৩ পুলিশের চাকরি : চাঁদপুরে হাজার প্রার্থীর ঢল


স্টাফ রিপোর্টার
১শ’৩ টাকায় মিলবে পুলিশের চাকরি, আর এ নিয়েই চাঁদপুরে ছিলো সব জল্পনা-কল্পনা। গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার সোনালী ব্যাংকে পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের ছিলো উপচেপড়া ভিড়। পুরো জেলায় প্রায় ৭-৮ হাজারের বেশি ব্যাংক ড্রাফট্ করা হয়েছে বলে এক ব্যাংক কর্মকর্তা জানান।
গতকাল শনিবার পুলিশ কনস্টেবল পদে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার প্রথম ধাপে চাঁদপুর পুলিশ লাইনসে সকাল থেকেই দেখা মিলেছে হাজারো প্রার্থীর। তবে যাচাই-বাছাই করে নেয়া হবে মাত্র ১শ’ ২৩ জন।
গতকাল শনিবার ভোর থেকেই প্রার্থীর উপস্থিতিতে সরগরম ছিলো চাঁদপুর পুলিশ লাইনস। উত্তর দিকে জেলা পরিষদ আর পশ্চিমে মঠখোলা পর্যন্ত ছিলো প্রার্থীদের বিশাল লাইন। এছাড়া অভিভাবকদের বিশাল ঢলে পুরো এলাকা জুড়ে বিরাজ করছিলো সরগরম অবস্থা।
শনিবার সকাল ৮টা থেকে রাত্রে ১২ পর্যন্ত চলবে প্রথম ধাপের কার্যক্রম। এর মধ্যে (মাপজোক, কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক ফিটনেস, লাপঝাপ, দৌঁড়) সহ থাকবে নানা প্রক্রিয়া। তবে, এবারে প্রাথীদের আগ্রহ ও চাহিদা স্মরণকালের চাইতে অনেক বেশি- পুলিশ কর্মকর্তাদের সাথে আলাপকালে এমনটি জানা গেছে।
পুলিশ লাইন থেকে বেরিয়ে কচুয়া থেকে আগত প্রার্থী জামাল হোসেন জানান, ভিতরে যাচাই-বাছাই চলছে। উচ্চতা মাপ, ফরম পূরণ, দৌঁড়-ঝাপ, বুকের মাপসহ নানা ধাপ চলছে। এক ধাপ পাস হলেই অন্য ধাপে নেয়া হয়। আর আনফিট হলেই বুকে ক্রশ দিয়ে বেরিয়ে আসতে হয়।
এদিকে অভিভাবকদের প্রত্যাশায় কিছুটা হতাশ ভাব লক্ষ্য করা গেছে। ১শ’ ২৩ জনে পুলিশের চাকরি আর হাজার হাজার প্রার্থী। সংশয় একটাই এতো জনের প্রতিযোগিতায় আমার ছেলে/মেয়ে কি পারবে?
উল্লেখ্য, আজ রোববার লিখিত পরীক্ষা, ২৫ জুন (মঙ্গলবার) লিখিত ফলাফল ও মৌখিক পরীক্ষা। সবশেষে আগামি ২৬ জুন মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। জেলায় ১২৩ জন প্রার্থীদের মাঝে সাধারণভাবে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন, বিশেষ কোঠায় পুরুষ ২৯ জন ও নারী ৫৫ সর্বমোট ১২৩ জন কনস্টেবল পদে নেয়া হবে।