স্টাফ রিপোর্টার :
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ২০ টন রড বোঝাই ট্রাক পরিত্যক্ত অবস্থায় চাঁদপুরে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চকের মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। রাস্তায় গাছের মোটা ডালের কারণে ছিনতাইকারীরা রড বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্টো-ট ১১-৯৯৪২) ফেলে রেখে চলে যাওয়ায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা।
এ বিষয়ে জান্নাত পরিবহন সংস্থার মালিক মো. আবুল কাশেম ২০ নভেম্বর রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন (যার নং-৫৪)। অভিযোগের প্রেক্ষিতে রূপগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম চাঁদপুর মডেল থানার সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে।
জান্নাত পরিবহন সংস্থার মালিক মো. আবুল কাশেম জানান, ১৮ নভেম্বর একেএস স্টিল মিল থেকে ২০ টন রড নিয়ে ট্রাকটি বিকাল ৫টায় গাজীপুর জেলার টঙ্গীর উদ্দেশে রওয়ানা হয়। রাত সাড়ে ৩টায় রূপগঞ্জ থানাধীন পোনাব মুন্সির পাম্পের আনুমানিক ১ কিলোমিটার সামনে একটি লাল রংয়ের মিনিবাস ট্রাকটির গতিরোধ করে এবং ট্রাকের চালক আশরাফুল আলম ও হেলপার আফতাব উদ্দিনকে ৪/৫ জনের একদল ছিনতাইকারী মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপারকে নরসিংদী জেলার পাঁচদানা নামক স্থানে ফেলে রেখে ছিনতাইকারীরা রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। পরে চালক ও হেলপার আমাকে বিষয়টি জানালে আমি আইনি ব্যবস্থাগ্রহণ করি।
এ বিষয়ে কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী জানান, ৩ দিন ধরে ট্রাকটি আমার ইউনিয়নে গাছের কারণে আটকা পড়ে। ঘটনাটি আমার সন্দেহ হলে আমি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানাই এবং ট্রাকের মালামাল রক্ষার্থে গ্রাম পুলিশকে দিয়ে পাহারা দেই। পরে পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানান। পরে মালের মালিক ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করলে রড বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
- Home
- প্রথম পাতা
- ২০ টন রডসহ রূপগঞ্জ থেকে ছিনতাই ট্রাক চাঁদপুরে উদ্ধার