চাঁদপুরে র্যাবের অভিযান
এস এম সোহেল
চাঁদপুরে র্যাব-১১ এর বিশেষ অভিযানে চট্টগ্রাম থেকে নিয়ে আসা মাদকের চালানসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-শরীয়তপুর রুটের কেতকি নামের ফেরি থেকে তাদের র্যাব আটক করে। এ সময় র্যাব মাদক ব্যবসায়ীদের সাথে থাকা পিক-আপ ভ্যান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলো। র্যাব অভিযানের বাকি অংশ পরিচালনার স্বার্থে আটক হওয়া ৩ জনের নাম পরিচয় দেয়নি।
চাঁদপুরে অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১ এর এএসপি অহিদুর রহমান। তিনি জানান, গত বুধবার বিকাল থেকে তাদের অনুসরণ করে অভিযান শুরু হয়। তাদের সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আরো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট থাকতে পারে। অভিযান শেষ হলে বাকি তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
- Home
- প্রথম পাতা
- ২০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক