৩৬তম বিসিএসে সুপারিশকৃত হাইমচরের ৩ কৃতী সন্তানকে সংবর্ধনা

সাহেদ হোসেন দিপু :
৩৬তম বিসিএসে সুপারিসকৃত হাইমচরের তিন কৃতী সন্তান মো. কামাল হোসেন, মহিবুল্লা মহিব ও লিখন বনিককে হাইমচর উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৩ ডিসেম্বর বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের পরিচালনায় ৩৬তম বিসিএস সুপারিশপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের প্রথম স্থান অর্জনকারী উত্তর আলগী গ্রামের মোহাম্মদ কামাল হোসেন, প্রশাসন বিভাগের চররভৈরবী ইউনিয়নের লিখন বনিক ও শিক্ষা বিভাগের নয়ানি গ্রামের মহিবুল্লা মহিবকে ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ তথা হাইমচরের গর্ব। তোমরা তোমাদের এ অর্জনকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়নের পাশাপাশি আমাদের এ হাইমচরের কল্যাণে কাজ করবে। নিজেদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের মানুষের সেবা করবে এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়। এসময় উপস্থিত ছিলেন হাইমচর কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আহসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমতিরি সভাপতি মো. নুরুল আমিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক এমএ মান্নান, ফায়ার সার্ভিস ইনচার্জ আমির হোসেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।