
গত শনিবার চাঁদপুর শহরের রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তারুণ্যের অগ্রদূত’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। -ইল্শেপাড়
প্রেস বিজ্ঞপ্তি :
শিক্ষা জীবনে পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘তারুণ্যের অগ্রদূত’ চার বছরে পা দিয়েছে। এই উপলক্ষে গত শনিবার দিনভর চাঁদপুর শহরের রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ছিলো শিশুদের কণ্ঠে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও গানসহ অন্যান্য পরিবেশনা। শুধু তাই নয় বিশাল আকৃতির কেক কেটে এবং বিশেষ আপ্যায়নের মাধ্যমে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়ানো হয়। জমকালো অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসিত বরণ দাশ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান, অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, অধ্যাপক রূপক রায়, সাংবাদিক ফারুক আহম্মদ, অধ্যাপক মহসিন শরীফ।
তারুণ্যর অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ, সহ-সভাপতি এম কে মুন্না, রোজিনা ই নূরজাহান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, অভিজিত ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শামীম খান, রিভা আক্তার, কোষাধ্যক্ষ কাউছার আলম, সহ-কোষাধ্যক্ষ মিঠুন ত্রিপুরা, প্রচার সম্পাদক মো. ইমরান হাসান, সমাজকল্যান সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য হাবিব পাটওয়ারী, তাপস মজুমদার, মালিহা রহমান, আল আমিন তালুকদার, জিহাদুল ইসলাম, অপু রায়, ফারভেজ মজুমদার, উম্মে হাবিবা, রাবেয়া আক্তার, নুরুল কাদের, আসমা আক্তার, ফাতেমা আক্তার লাবনী, নজরুল ইসলাম প্রমুখ।