হাজীগঞ্জ ব্যুরো
৫ম বারের মতো শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল হাদী মিয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তাকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
আলহাজ আবদুল হাদী মিয়া রাজারগাঁও ইউনিয়নের টানা ২ বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে এই দুই মেয়াদে ৫ বার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যার ফলে তিনি সরকারিভাবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভূটান সফর করেছেন।
আলহাজ আবদুল হাদী মিয়া রাজারগাঁও ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছেন। তার ইউনিয়নটি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে অন্যতম ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে। তার দায়িত্ব পালনকালীন সময়ে ইউনিয়নের প্রায় ৯০ ভাগ রাস্তা পাকারকরণ হয়েছে। যা এখনো চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক প্রতিক্রিয়ায় আলহাজ আবদুল হাদী মিয়া বলেন, আমি ৫ বার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ পুরস্কার আমার নয়, ইউনিয়নবাসীর। আল্লাহর রহমতে এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় এলাকার উন্নয়নে আমি শতভাগ চেষ্টা করছি এবং ভষ্যিতেও করে যাবো।
৩ জুলাই, ২০১৯।