এস এম সোহেল
পুলিশ সুপার জিহাজুল কবিরের একান্ত প্রচেষ্টায় সিসি ক্যামেরার নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে চাঁদপুর শহর। চাঁদপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ ২৬টি পয়েন্টে ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। সিসি ক্যামেরা ২টি কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে বলে জানান পুলিশ সুপার জিহাদুল কবির। কন্ট্রোল রুম দু’টি স্থাপন করা হয়েছে পুলিশ সুপার কার্যালয় ও চাঁদপুর পৌরসভায়।
এ উপলক্ষে গতকাল শনিবার পুলিশ সুপার জিহাদুল কবির তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পুরাণবাজার এলাকা বাদ রয়েছে। অচিরেই সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বাবুরহাটে কাজ চলছে। কমিউনিটি পুলিশিংয়ের ১৫টি অঞ্চলে ক্যামেরা স্থাপন করতে অঞ্চলের সভাপতি/সাধারণ সম্পাদকদের নির্দেশ দেয়া হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের কারণে অপরাধীরা অপরাধ প্রবণতা রোধ পাবে। সরকারি অনুদান ছাড়াই এগুলো স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি চাঁদপুরে আসার পর পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। আর সেজন্য চাঁদপুর পৌরসভা আর্থিকভাবে সহায়তা করেছে। চাঁদপুর শহরের ২৬টি পয়েন্টে ইতোমধ্যে ৬০টি ক্যামেরা স্থাপন করেছে। শহরের আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোথায়ও যদি আইন-শৃঙ্খলার অবনতি দেখা দেয় তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নেয়া হবে। গুয়াখোলা রোডে এলাকাবাসীর উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই ক্যামেরা লাগানোর ফলে এই এলাকায় চুরি ও অপরাধ কমেছে। দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর বেশি নিরাপদ হবে। এখন অঞ্চলভিত্তিক সিসি ক্যামেরা লাগানো হলে প্রতিটি অলি-গলিতে ক্যামেরা স্থাপন করা হবে। যেসব মালিকদের বহুতল ভবন আছে তাদেরও ক্যামেরা লাগাতে হবে। প্রতিটি বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে সে নিজেও নিরাপদ থাকবে। চাঁদপুরবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বাল্য বিয়ে রোধ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শরীফ চৌধুরেী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসানউল্লাহসহ আরো অনেকে।
০১ সেপ্টেম্বর, ২০১৯।