৭ মামলার আসামি ফিরোজ বাবু ইয়াবাসহ আটক

মতলব উত্তর থানার অভিযানে

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার মোহনপুর-এখলাসপুর এলাকার মাদক বেচা-কেনার কুখ্যাত কারবারী ৭ মামলার আসামি ফিরোজ বাবু (২৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। অন্য মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করতে গিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরে ফেলে মতলব উত্তর থানা পুলিশের একটি টিম।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপনসূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে এসআই মো. গোলাম মোস্তফা, এসআই নাহিদ হোসেন, এসআই ফিরোজ মাহামুদের নেতৃত্বে এএসআই কাজী হাবিবুর রহমান, এএসআই আনিছুর রহমান চৌধুরী, এএসআই আবুল কালাম, এএসআই কামাল উদ্দিন মতলব উত্তর থানা পুলিশ এখলাসপুরে রাত আনুমানিক দেড়টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফিরোজ বাবু (২৯) কে গ্রেপ্তার করে।
অন্য দু’টি মাদক মামলার ওয়ারেন্টমূলে পুলিশ তাকে তার বসতবাড়ি হতে ধরতে গিয়ে ৫৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। সে এখলাসপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে। ২৯ মে তারিখ তাকে ৫৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় ও মূলতবী ২টি মাদক মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ আসামির বিরুদ্ধে নি¤œবর্ণিত ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলাগুলো হচ্ছে; মতলব উত্তর থানার মামলা নং- ১৪/২০১, তারিখ- ২০.১১.২০১৮ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ); নারায়নগঞ্জ ফতুল্লা থানার মামলা নং- ১০১, তারিখ- ২৭.০৮.২০১৭ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ); মতলব উত্তর থানার মামলা নং- ০১, তারিখ- ০১.০১.২০১৫ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক); মতলব উত্তর থানার মামলা নং- ১২ তারিখ- ১৮.০৮.২০১৪ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক); মতলব উত্তর থানার মামলা নং- ০৪/১৪৮, তারিখ- ০৩.০৯.২০১৮ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক)/২৫; মতলব উত্তর থানার মামলা নং- ০২, তারিখ- ০৭.০৭.২০১৭ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক)/২৫; মতলব উত্তর থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯.০৬.২০১৭ইং ধারা- ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫।