মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোমবাতি প্রতিকের প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। গতকাল রোববার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ।
আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক মাও. মো. ইব্রাহিম খলিল রিফাত, সহ-সভাপতি মাও. মো. আব্দুর রহিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাও. মো. ইউনুছ আনছারী, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাও. আবুল খায়ের মোফাচ্ছের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন পাটওয়ারী, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর ছাত্রসেনার যুগ্ম-আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকাবাহী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত অন্যতম একটি ইসলামী রাজনৈতিক দল। এ দলটি সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) মধ্যে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এ জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। যার মতাদর্শ হচ্ছে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশ জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা।

