মানিক দাস
‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৪৭তম সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা জাতীয় সংগীতের মাধ্যমে উত্তোলন করা হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি আবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমবায়ভিত্তিক সমাজ গড়তে হবে। উৎপাদনশীলতার বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সমবায়ের গুরুত্ব কম নয়। সমবায় দিবস বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপট। ক্ষুদ্র কাজে ও ব্যবসায় যারা জড়িত তারাই দেশকে পরিবর্তন সাধন করতে পারে। সমবায়ভিত্তিক সমাজ গঠন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এখন এমন একটি প্রকল্প গ্রহণ করেছেন। ১০ জন কৃষককে একত্রিত করে তাদের ফসলী জমির আইল তুলে দিয়ে সেখানে ডেইরী ফার্ম করার প্রকল্প গ্রহণ করেছেন। এটিও একটি সমবায়। ক্ষুদ্র জমিগুলোকে একত্রিত করে এই ডেইর ফার্ম প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, সমবায় আন্দোলনকে আরো গতিশীল করতে হবে। সমবায়ের মাধ্যমে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। এভাবে কার্যক্রম চালালে অচিরেই বাংলাদেশ আরও উন্নত হবে। সকলে যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে দেশের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোমেন হোসেন ভূঁইয়া।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জমি বন্ধকী ব্যাংকের সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চান্দ্রা শিক্ষিত যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ, জেলা সমবায় অফিসের জেলা অডিটর মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. জুলহাস মিয়াজী, সেন্ট্রাল কো-অপারোটিভ ফোরামের সভাপতি মো. ইকবাল আজম।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র নন্দী, মো. মোতালেব খান ও রেজাউল করিম ডিহিদার।
- Home
- প্রথম পাতা
- ৪৭তম সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা