স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আজ ভয়াল ১৩ ডিসেম্বর। মূলত এই ১৩ ডিসেম্বর থেকেই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো। আমি নিজেও এই দিনে অনেক স্বজনকে হারিয়েছি। আমার অনেক কাছের মানুষ সেদিনের হত্যার শিকার হয়েছিলো।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে খুনিদের বিচার করেছেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে সাহসী রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি তখন তিনি বাকী যারা বিদেশে রয়েছেন, তাদেরকেও দেশে এনে এই বাংলার মাটিতে বিচার করবেন।
প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ও চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ্ মো. মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীনসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
- Home
- প্রথম পাতা
- শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করে বুদ্ধিজীবী হত্যাকারীদেরও বিচার করা হবে